You Like Most

Google Adsense এর জন্য আবেদন করার প্রক্রিয়া :


ধরে নেয়া হলো আপনার ব্লগ সাইটের লিংকটি নিন্মরুপ-
http://masum-shoun.blogspot.com/

তাহলে শুরু করা যাক।

১) https://www.google.com/adsense/login/en_US/ এই লিংক এ গিয়ে ডান দিকে উপরে Sign up now >> বাটনে ক্লিক করুন। সাইনআপ ফর্ম চলে আসবে...
২) ফর্মের Website Information সেকশনে Website URL: এ আপনার ব্লগ সাইটের ওয়েব লিংক বসান। উদাহরণ: Website URL: http://masum-shoun.blogspot.com/
যে সাইটের লিংকটি দিয়ে আবেদন করবেন, সেটি ইংরেজীতে হওয়া বাঞ্ঝনীয়। তবে ইদানিং এডসেন্সের রুলস অনেক শিথিল করা হয়েছে.. গুগল বাংলা সমর্থন না করলেও বাংলা সাইটের জন্যও আবেদন গ্রহন করা হচ্ছে শুনতে পেয়েছি। তবুও আবেদনের গ্রহনযোগ্যতা বাড়ানোর জন্য আপনার ব্লগস্পটের ১ম ব্লগটিতে ইংরেজীতে কিছু পোস্ট লিখে রাখতে পারেন। আপনি একই e-mail address দিয়ে Blogspot এ একাধিক বিষয়ে একাধিক ব্লগ বানাতে পারবেন। Adsense Account হয়ে গেলে পরে আপনি বাংলায়ও Bloging করতে পারবেন।

৩) Website language: ইংরেজী নির্বাচন করুন এবং নিচের দুটো চেকবক্সে টিক দিয়ে দিন। চেক বক্সদুটোতে লেখা থাকবে-
[ ] I will not place ads on sites that include incentives to click on ads.
[ ] I will not place ads on sites that include pornographic content.

৪) Contact Information এ Account type: এ Individual নির্বাচন করুন। বিজনেস নির্বাচন করলে তেমন কোন পরিবর্তন হবে না শুধু মাত্র চেকটি আপনার প্রতিষ্ঠানের নামে ইস্যু হওয়া ছাড়া। আরো বিস্তারিত জানতে এডসেন্সের পেজে দেখুন।
৫) Country or territory: তে যে দেশ নির্বাচন করবেন, নিচে সেই দেশের উপযোগী এড্রেস ফিল্ড পাবেন। আপনি যেই দেশ এ অবস্হান করছেন সেই দেশ নির্বাচন করুন ।
৬) Payee name (full name): এ আপনার সঠিক নামটি লিখুন যে নামে ব্যাংক একাউন্ট করা সম্ভব বা যেটি আপনার সার্টিফিকেটে রয়েছে। কারন এ নামেই চক ইস্যু হবে এবং এই নাম পরবর্তিতে পরিবর্তন করা যায় না। এবিষয়টি একটু সতর্কতার সাথে পুরন করুন। কারন এখানে ভুল করার কারনে অনেক লোক চেক ভাঙাতে পারেন না।
৭) আপনার সঠিক এড্রেসটি দিয়ে I agree that I can receive checks made out to the payee name I have listed above চেক বক্সে চেক করুন। লক্ষ করুন, আপনার সঠিক টেলিফোন/মোবাইল নাম্বারটিও দিতে হবে।
৮) Policies-এর তিনটি চেক বক্সেই চেক করতে হবে। তার আগে AdSense Program Policies টা অবশ্যই পড়ে নিবেন। এখুনি পড়তে না চাইলে বুকমার্ক করে রাখুন। নতুনদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ন।
৯) সবকিছু আরেকবার পরীক্ষা করে সাবমিট করুন... একটি কনফার্মেশন পেজ চলে আসবে যেখানে আপনার পুরন করা তথ্যগুলো দেখাবে।
১০) এবার Which best describes you? প্রথম অপশনটি নির্বাচন করুন। (ধরে নেয়া হলো আপনার একটি জিমেইল আইডি রয়েছে.. কারন আগের পর্বে আপনি ব্লগস্পটে ব্লগ তৈরি করেছিলেন।)
১১) Would you like to use your existing Google Account for AdSense? এ ও প্রথম অপশনটি নির্বাচন করুন। (I'd like to use my existing Google account for AdSense.)..
এবার গুগলের লগইন করার বক্স আসবে...
আপনার গুগল আইডি (জিমেইলে যেটি ব্যবহার করেন) ও পাসওয়ার্ড দিন)

Continue করুন... সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে ৫/৭ দিন অপেক্ষা করতে হবে। Account accept confirmation আপনাকে মেইল করে জানিয়ে দিবে।

Blog এ Google Add সংযু্ক্তকরন:

Gmail এ log in করুন তারপর আপনার ব্লগ এ যান।
“Customize” এ click করুন, “Add a Gadget” এ click করুন, Adsense এ click করুন, Add choose করুন, save করুন। এখন আপনার ব্লগ এর লেখা(Posting) এর বিষয়বস্তু অনুযায়ী Add show হবে
Share this article :

+ comments + 1 comments

১৭ অক্টোবর, ২০১২ এ ৪:০৬ PM

Adsense somporke apnar ato oviggota kintu apnar nijer ki kono approved adsense ache? Thakle to valo. R jodi na thake tahole amar sathe jogajog korte paren. Apnar onno post and ei post ta lekhar style dekhe to mone hoy na apnar adsense konodin legal vave approve hobe.
Jai hok, doya kore apnar blogging service bondo korun. Lekhar man khub kharap. Porar ojoggo.
Doya kore amar ei comment ta delete korben na tahole kintu apnar 12 ta bajia debo.
You are absolutely a stupid.
Spammer !!!!!!!!!!!!!!!!

একটি মন্তব্য পোস্ট করুন
 
Support : Creating Website | Saiful's Template | Saiful's Template
Copyright © 2012. Freelancing & Mini Software - All Rights Reserved
Template Created by Creating Website Published by Saiful's Template
Proudly powered by Blogger