Featured Post Today
print this page
Latest Post

You Like Most

Adobe Photoshop CS6 Active করুন মাত্র ১ টি ফাইল দিয়ে

কেমন আছেন সবেই আসা করি ভালো আছেন। আসা করি ভালো আছেন। এটা আমার দ্বিতীয় পোস্ট। আমি নবীন তাই আমার দারা কোনও ভুল হয়ে গেলে ক্ষমা করবেন। যাই হোক আজ আমার ট্রিক্স খুবি ছোট্ট তাই কাজ আসা যাক।
আপনাদের যাদের অ্যাডোব ফটোশপ (Adobe Photoshop CS6) আছে তাদের তো কথাই নাই। আর যাদের নাই তারা ডাউনলোড করেনিন। এখন যে কাজটি করবেন সেটি হলো প্রথমে amtlib.dll < ফাইল টা ডাউনলোড করুন। ফটোশপ যেখানে ইন্সটল দিয়েছেন সেই ফোল্ডারে > amtlib.dll < ফাইল টি কপি(copy/ctrl+c) করে পেস্ট(paste/ctrl+v) করুন এবং কপি রিপ্লেস(Copy and Replace)/(yes to all)করেন বাস হয়ে যাবে অ্যাক্টিভ ফটোশপ।
ফটোশপ ওপেন করে > Help < ক্লিক করুন, যদি >Product Registration ,Deactivate, Updates…< এগুলো Hide হয়ে যাই তাহলে অ্যাক্টিভ হয়ে গাছে। যদি এরকম দেখেই ↓
তাহোলে আপনার ফটোশপ Active হয়ে গেছে। এবার ফটোশপ ব্যবহার করুন নিরভয়ে।
নিচে ইমেজ দেখেও করতে পারেন।↓
ফাইল টি কপি(copy/ctrl+c) করুন
যেখানে ফটোশপ ইন্সটল দিয়েছেন সেই ফোল্ডারে পেস্ট(paste/ctrl+v) করুন
 

এবং কপি রিপ্লেস(Copy and Replace)or(yes to all) করুন

 পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ।
0 comments

ডাউনলোড করে নিন ফেস ডিটেক্ট সফটওয়্যার

সবাই কেমন আছেন আশাকরি সবাই ভালো আছেন । আমি আবার অনেক দিন পর টিউন করলাম । আমি আপনাদের আজকে একটি নতুন সফটওয়্যার উপহার দেব যা আমরা অনেকেই জানিনা । অসাধারন একটি সফটওয়্যার । ব
সফটওয়্যার টির নাম হল …Face Reconagation Login…
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন । তারপর ইন্সটল করেন ইন্সটল করার সময় আপনার পিসিতে যদি ওয়েব কেম লাগানো থাকে তাহলে আপনার ছবি উঠবে । তার পর আপনি ছবি করেন ।এখন পিসিটা অফ করে অনকরেন এখন আপনার ছবির সাথে আপনার ফেস মিলাবে যদি না মিলে পিসি ওপেন হবেনা ।
এটি ব্যবহারে আপনার পিসি নিরাপদে থাকবে আপনার পিসি অন্য কেউ ওপেন করতে পারবেনা । এটি লগিন সিস্টেম ব্যাবহার করে দেখেন কেমন লাগে ।
এখনি ডাউনলোড করেনিন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন 

0 comments

ফায়ারফক্স এ বাংলা সমস্যার সমাধান



Mozilla Firefox বর্তমানে একটা জনপ্রিয় ব্রাউজার । কিন্তু মাঝে মাঝে আমরা বাংলা লেখা গুলো দেখার ক্ষেত্রে problem এ পরি । লেখা গুলো একটু ভেঙ্গে ভেঙ্গে আসে । উল্টা পাল্টা বাংলা দেখায় । এই সমস্যা আর না। ঠিক করে নেন আপনার firefox এ বাংলা লেখা ।
সমাধান :
আপনার ব্রাউজারের Tools >> হতে Options >> হতে Content >> হতে advanced এ যান
Font হিসেবে Bengali সিলেক্ট করুন
এখন আপনার পছন্দের বাংলা ফন্ট টি সিলেক্ট করুন ; যেমন solaiman lipi , Siyam Rupali ইত্যাদি
এখন OK করে বের হয়ে আসুন ।
স্ক্রীণশট টি দেখুন
আপনার সমস্যাটির  সমাধান হয়ে গেছে । ধন্যবাদ
0 comments

এবার বাংলা ডিকশনারি ব্যবহার করুন আপনার ব্রাউজারেই!


ইন্টারনেট দুনিয়ায় বেশির ভাগ লিখাই ইংলিশে লিখা। আর সবাই যে ইংলিশে ভালো পারে তা কিন্তু নয়। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম এই সম্পর্কিত একটি মজার অ্যাড-অন। এই অ্যাড-অনটি দ্বারা আপনি যেকোনো ইংলিশ শব্দ বাংলাতে রূপান্তরিত করতে পারবেন। যা যা করতে হবে।
প্রথমেই আপনাকে এই অ্যাড-অন টি ব্রাউজারে অ্যাড করতে হবে।
অ্যাড-অনটি অ্যাড করতে এখানে ক্লিক করুন।
Dictionary
এবার যেকোনো ইংলিশ শব্দ সিলেক্ট করে ctrl+g চাপুন।
তাহলেই আপনি শব্দটির বাংলা অর্থ জানতে পারবেন।
0 comments

ফ্রী আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করুন* এন্ড্রয়েডের জন্য। (রুটেড আনরুটেড সকল ডিভাইসের জন্য )


আচ্ছালামুয়ালাইকুম,
আশাকরি আল্লাহর ইচ্ছায় সবাই ভালোই আছেন।
ইতমদ্ধেই হয়ত  আপনারা জাভা অথবা সিম্বিয়ান মোবাইলে ব্যবহার করেছেন।  এবার নিয়ে এলাম এন্ড্রয়েডের জন্য।
**চলুন তাহলে শুরু করা যাক**
এজন্য প্রয়োজন হবে একটি  অপেরামিনি এবং একটি  জিপি সিম।
শুরতেই আপনার ডিভাইসটি কনফিগার করে নিতে হবে।
এজন্য নিচে  ফলো করুন,
settings>wireless & networks>Mobile networks এ যান।
যদি আপনি আপনি ডুয়েল সিম ইউজ করে থাকেন তাহলে  Mobile networks এ প্রবেশ করার পর সিম সিলেক্ট করতে হবে।
যদি জিপি সিমটি  SIM1হয় তাহলে subscription 1 সিলেক্ট করুন। আর যদি জিপি সিমটি  SIM2 হয় তাহলে subscription2 সিলেক্ট করুন।
ধরুন আপনার জিপি  সিমটি সিম 1এ আছে।  তাহলে subscription 1 সিলেক্ট করে  এরপর Access Point Names এ প্রবেশ করুন।
মেনু বাটন প্রেস করে new APN এ ক্লিক করুন।
এবার এভাবে কনফিগার করে নিন;
name: opera
APN: gpinternet
Proxy: 80.239.242.253
port: 80
MCC:470
MNC:01
এছারা অন্নান্য সবকিছু আগের মতোই থাকবে। নিচের ছবিটি  দেখুন;

এবার এই কনফিগারেশনটি ডিফল্ট হিসেবে সেট করুন।


** এখন  আপনাকে একটি হান্ডেলার অপেরামিনি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
* এটি ইনস্টল করার পুর্বে আপনার মোবাইলে যদি কোনো অপেরামিনি ইনস্টল করা থাকে তাহলে সেটি আনইনস্টল করে নিন।
* এবার মোবাইলের ডাটা অন করে অপেরাটি ওপেন করুন। অপেরাটি   ওপেন  করলে একটি হ্যান্ডেলার মেনু দেখতে পাবেন। যেটা অন্নান্য   অপেরায় দেখা যায়না।
নিচের ছবিটি লক্ষ করুন।

এখান থেকে proxy type  এ HTTP সিলেক্ট করুন।
proxy Server বক্সে টাইপ করুন  wap.gpgamestore.com
এবার save প্রেস করুন।
আপনি যদি সবকিছু ঠিকমতো করতে পারেন তাহলে অপেরমিনিটি ইনস্টল হবে।
ইনস্টল হওয়ার পর ঝাপিয়ে পড়ুন আনলিমিটেড  ব্রাউজিং এবং ডাউনলোড করতে।
** ভালো স্পীড পেতে অবশ্যই যেকোনো একটি প্যাকেজ কিনে নিবেন**
৩ এমবির প্যাকেজ নেয়াটা  সবচেয়ে ভালো।  এতে সাতদিন ভালো স্পীড পাবেন।
৩এমবি কিনতে হলে জিপি সিম হ্যান্ডসেটে লাগিয়ে ম্যাসেজ অপশনে টাইপ করতে হবে “P10 এবং সেন্ড দিতে হবে “5000 তার জন্য সিমে থাকতে হবে নুন্যতম ১০.৫০ টাকা।
এবং এমবি চেক করতে হলে ডায়াল করতে হবে *566*10#
আপনাদেরকে ভালোবাসি বলেই অনেক কস্ট করে লেখা আমার এই পোস্ট। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।

by  tunerpage
0 comments

Happy New Year 2013 Magic


Happy New Year 2013 উপলক্ষে সোবাইকে ১টা Magic দেখাইতে চাই।।।।।।
এখানে ক্লিক করে বেলুনগুলা ফুটান।।।।।।।।
ধন্যবাদ
Freelancing & Mini Software
0 comments

এস এম এস (SMS) করুন ফ্রী তে বিশ্বের যেকোন দেশে।




নতুন বছরের আগমনে সবাইকে SMS করুন Online থেকে।।।  তাও আবার একেবারে ফ্রী তে।।।
যেবাবে SMS করবেনঃ
১। Enter Country Name
২।Mobile No.
৩।Write your Massage & Send……
0 comments

Happy New Year 2013

Happy New Year 2013.....................
0 comments

কম্পিউটারে যে কোন Website Block বা বন্ধ করে রাখুন

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সাইট ভিসিট করে থাকি কম্পিউটারে ওয়েবসাইট ব্লক করে রাখাটা তেমন জরুরী না হলেও অনেক সময় এটি অনেকের খুব কাজে আসতে পারে যেমন ধরুন আপনার কম্পিউটারে বাসার ছোটরাও ইন্টারনেট ব্যবহার করে এবং আপনি চাচ্ছেন তারা যেন ফেসবুকের প্রতি বা অন্য কোন সাইটের প্রতি আসক্ত হয়ে না পড়ে তাই নির্দিষ্ট কোন সাইট আপনার কম্পিউটারে বন্ধ করে রাখবেন কিংবা যারা সাইবার ক্যাফে খুলে বসেছেন তাদের এইটা খুব বেশী কাজে আসতে পারে সাইবার ক্যাফেতে বিভিন্ন মানুষ কম্পিউটার ব্যবহার করে তাই আপনি যেসব ওয়েবসাইট আপনার সাইবার ক্যাফেতে ভিসিট করা থেকে সবাইকে বিরত রাখতে চান সেগুলো আপনার ইচ্ছামত বন্ধ করে রাখতে পারেন




এবার কাজটি কিভাবে করবেন সেটা বলে দেই প্রথমে My Computer প্রবেশ করুন এখন C:\WINDOWS\system32\drivers\etc এই ফোল্ডারে যান এবং hosts ফাইলটি Notepad এর সাহায্যে ওপেন করুন এখন লক্ষ করুন ফাইলটির শেষের দিকে 127.0.0.1 localhost একটি লাইন আছে ওই লাইনটার নিচে 127.0.0.1 http://www.youtube.com উপরের এই লাইনটি যোগ করে দিন অথবা 127.0.0.1 নাম্বারটা লিখে একটা স্পেস দিয়ে আপনার ইচ্ছামত যে কোন ওয়েবসাইটের ঠিকানা দিয়ে ফাইলটি সেভ দিয়ে বন্ধ করে দিন এখন আপনার Block করা সাইটটি ব্রাউজ করে দেখুন ওপেন হবেনা আবার যদি Unblock বা পূণরায় সাইটটি খুলতে চান তাহলে আগের গিয়ে hosts ফাইলটি ওপেন করে ব্লককৃত ওয়েবসাইটটির নাম ডিলেট করে দিয়ে ফাইলটি সেফ করে দিন [বিঃদ্রঃ প্রতিবার কোন ওয়েব সাইট Block কিংবা Unblock করার সময় আপনার ব্রাউজার বন্ধ রাখুন তা না হলে দেখা যাবে ব্লক করার পরও সাইটটি খুলে যাচ্ছে কিংবা আনব্লক করার পরও সাইটটি ব্লক হয়ে আছে কিছু কিছু সময় ব্রাউজার বন্ধ রাখলেও এইরকম সমস্যা হতে পারে এক্ষেত্রে আপনার ইন্টারনেট সংযোগ বন্ধ করে আবার সংযোগ দিয়ে কাজ করুন দেখবেন ঠিকভাবে কাজ করবে]
0 comments

ইউটিউব থেকে এনড্রয়েড মোবাইলে সরাসরি ভিডিও ডাউনলোডের পদ্ধতি



এন্ড্রয়েড মোবাইলে কারা কারা নিয়মিত মাল্টিমিডিয়া উপভোগ করেন? ভিডিও ডাউনলোড করে মোবাইলের স্ক্রিনে দেখতে কার না ভাল লাগে? সেটা যদি হয় ইউটিউব থেকে ডাউনলোড করা লেটেস্ট কোন মিউজিক ভিডিও?
আপনি হয়ত জানেনই না এনড্রয়েডে একটি অত্যন্ত শক্তিশালী ভিডিও ডাউনলোডার সফটওয়্যার টিউব মেইট দিয়ে সরাসরি ইউটিউব থেকে চাহিদা অনুযায়ী বিভিন্ন রেজুলেশনে ভিডিও ডাউনলোড করা যায়। আর সেই ডাউনলোড করা ভিডিও খুব সহজেই MX player দিয়ে মোবাইলেই উপভোগ করতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে দুটো সফটওয়্যারই ফ্রি সফটওয়্যার
বিঃদ্রঃ MX player ছাড়াও দেখতে পারবেন যদি ডাউনলোডের সময় flv ফরম্যাটে না ডাউনলোড করে mp4 ফরম্যাটে ডাউনলোড করে নেন
আর কথা না বাড়িয়ে স্ক্রিনশট দেখি: 











ডাউনলোড লিঙ্ক পাচ্ছেন এখানে




আর যদি MX player ডাউনলোড করতে চান, তাহলে প্লে শপে গিয়ে লিখুন MX player, চলে আসবে অথবা  ক্লিক করুন এখানে

 
Support : Creating Website | Saiful's Template | Saiful's Template
Copyright © 2012. Freelancing & Mini Software - All Rights Reserved
Template Created by Creating Website Published by Saiful's Template
Proudly powered by Blogger