আজ আপনাদের একটি ছোট সফট উপহার দিবো। যা দিয়ে আপনি আপনার কম্পিউটার এর কীবোর্ড এ নেটওয়ার্ক এর সিগন্যাল দেখতে পাবেন। অর্থাৎ মোডেমের নেট সিগন্যাল অনুযায়ী আপনি আপনার কিবোর্ডে লাইট জ্বলতে দেখতে পাবেন। এর জন্য আপনাকে এখান থেকে network-lights নামের সফটটি ডাউনলোড করে নিতে হবে। মাত্র ২৮১ কেবি। NetworkLights.exe তে ডাবল ক্লিক করুন এবং টাস্কবারে NetworkLights আইকন দেখতে পাবেন। তাতে রাইট বাটন ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন।
এবারে আপনি Settings এ ক্লিক করে Num Lock,Caps Lock ও Scroll Lock যে কোনো একটি সিলেক্ট করে দিলেই, আপনার মোডেমের নেট স্পীড এর সাথে তাল রেখে লাইট জ্বলতে থাকবে। এটি উইন এক্সপি সহ সেভেনে ব্যবহার করা যাবে। আবার ইচ্ছে করলে আপনি Exit এ ক্লিক করে এই এ্যাপ্লিকেশন কে বন্ধ করে দিতে পারেন।