You Like Most

ফেসবুকের পাসওয়ার্ড জানলেও কেউ লগইন করতে পারবে না!



আপনার ফেসবুকের ই-মেইল ঠিকানা পাসওয়ার্ডযদি সবাই জেনে যায় ।তাহলেও কেউ আপনারঅ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এ জন্যপ্রথমে ফেসবুকে লগইন করে ওপরে ডান পাশেরAccount থেকে Account Settings-এক্লিক করুন। এখন বাঁ পাশথেকে security-তে ক্লিক করুন। নতুন পেজএলে Login Notifications-এর ডান পাশে Edit-এ ক্লিক করুন। Email-এরপাশের বক্সে টিক চিহ্ন দিয়ে Save Changes-এক্লিককরুন। এখন Login Approvals-এরডান পাশে Edit-এ ক্লিককরে Require me to enter a securitycode sent to my phone বক্সে টিক চিহ্নদেওয়ারসময় নতুন বার্তা এলে Set UpNow-এ ক্লিক করুন।এখন Phone number :বক্সে আপনার মোবাইল নম্বরলিখে Continue-তে ক্লিক করুন। আপনারমোবাইলে একটি কোড নম্বর আসবে। কোডনম্বরটি কোড বক্সে লিখে Continue-তে ক্লিককরুন। তারপর Save Changes-এক্লিক করুন। এখন ফেসবুক অ্যাকাউন্ট লগআউটকরে পুনরায় ফেসবুকে লগইনকরুন। দেখবেন, Name NewComputer নামের একটি পেজএসেছে। সেখানে Computername বক্সে কোনো নাম লিখে Add to yourlist of recognized devices বক্সে টিকচিহ্ন দিয়ে Continue-তে ক্লিক করুন।এখন থেকে প্রতিবার আপনারকম্পিউটার ব্যতীত অন্য কারওকম্পিউটার থেকে আপনার ফেসবুকঅ্যাকাউন্টে লগইনকরতে চাইলে আপনারমোবাইলে একটি কোড নম্বরআসবে এবং সেই কোড নম্বরটি কোডবক্সে লিখে Continue-তে ক্লিক করলেই কেবলআপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।কাজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড সবাই জানলেওকেউ আপনার ফেসবুকে লগইন করতে পারবে না,যতক্ষণ পর্যন্ত না আপনার মোবাইলে আসা কোডনম্বরটি কোড বক্সে প্রবেশ করানো হবে। আপনারই-মেইলে একটি মেইল যাবে,যেটাতে লেখা থাকবে কে, কখন,কী নাম দিয়ে, কোনআইপি ঠিকানা থেকে আপনারফেসবুকে প্রবেশ করেছিল।
Share this article :
 
Support : Creating Website | Saiful's Template | Saiful's Template
Copyright © 2012. Freelancing & Mini Software - All Rights Reserved
Template Created by Creating Website Published by Saiful's Template
Proudly powered by Blogger