You Like Most

১টা BROWSER এ একাদিক FaceBook একাউন্ট খুলতে চান?

আমি আজ আপনাদের সাথে আলোচনা করবো কিবাভে FaceBook সাইটের একাধিক আইডি একই সাথে এক ব্রাউজারে লগইন করা যায়।

 প্লিজ কাউকে বলবেন না .................

MULTI ACCOUNT OPEN IN ONE BROWSER
 সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। নিজে জেনেছি, মনে করলাম অনেকের হয়তো জানানো দরকার। তাই  Freelancing & Mini Software মাধ্যমে জানাতে চাই সবাইকে।


সাধারনত আপনি একই সময়, একই ব্রাউজারে, একের অধিক আইডিতে লগইন থাকতে পারবেন না। কিন্তু লগইন থাকাতো দরকার। ঠিক আছে তাহলে নিচের পদ্ধতি অনুসরন করে সমস্যার সমাধান নিজেই করুন।

আমি এখানে শুধু মজিলা ফায়ারফক্স নিয়ে কথা বলব।


# প্রথমে একটা এ্যাড অন্স ইন্সটল করতে হবে আপনার মজিলাতে। যার নাম multifox..

# এই লিংকে ক্লিক করুন। আপনার ব্রাউজারের ভার্সন অনুযায়ী প্রযোজ্য multifox.. ইন্সটল করুন।

# আপনার Firefox টি রিস্টার্ট দিন।

# এখন আপনার প্রখম FaceBook আইডিতে লগইন করুন। আর যদি অলরেডি লগইন করেই থাকেন তাহলে পরবর্তি ধাপ অনুসরণ করুন।

# আপনার দ্বিতীয় FaceBook আইডি তে লগইন করার জন্য নিউ ট্যাবে মাউসের রাইট ক্লিক করে “Open in a New Identity Profile”  বা File এ ক্লিক করে “New Identity Profile” এর মাঝে ক্লিক করুন।

# নতুন একটি উইন্ড্রো খুলে যাবে। তাতে আপনি আবার FaceBook খুলে আপনার দ্বিতীয় আইডির ইমেইল, পাসওয়ার্ড দিয়ে ওপেন করুন আপনার দ্বিতীয় আইডি।

# একই পদ্ধতি ফলো করে আপনি যত খুশি আইডি ওপেন করুন।

# এইখানে একটা গোগন জিনিস। যদি আপনি আপনার এই আইডিগুলো হতে লগআউট না হয়ে Firefox বন্ধ করেন। তাহলে পরবর্তিতে যখন ফায়ারফক্স ওপেন করবেন তথন খেয়াল করে দেখবেন যে আপনার প্রথম উইন্ড্রোতে প্রথম ফেসবুক আইডি, দ্বিতীয় উইন্ড্রোতে দ্বিতীয় আইডি….. এই রকম ভাবে ওপেন হবে। কি মজার তাই না।

# উপরের একই পদ্ধতি অনুসরন করে আপনি অন্যান্য যেকোন সাইটে একাধিক আইডি নিয়ে একই সাথে একই ব্রাউজারে লগইন করতে পারবেন। কাজটা শিখতে পারলে আমার ফেসবুক পেজ এ{} একটা Like দিবেন Please.

 ধন্যবাদ সবাকে, ভাল থাকবেন।
Admin

Freelancing & Mini Software 
Share this article :
 
Support : Creating Website | Saiful's Template | Saiful's Template
Copyright © 2012. Freelancing & Mini Software - All Rights Reserved
Template Created by Creating Website Published by Saiful's Template
Proudly powered by Blogger