আমরা অনেকেই skype ব্যাবহার করে থাকি। আমারা জানি ভিডিও এবং অডিও কলের জন্য skype অনেক জনপ্রিয় একটি সফটওয়্যার। অধিকাংশ মানুষেই একটা আইডি ব্যাবহার করে। আবার অনেক মানুষ আছে যারা একাধিক skype আইডি ব্যাবহার করে। আজকে টিউন তাদেরকে নিয়ে যারা একাধিক skype আইডি ব্যাবহার করে।
তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে একাধিক আইডি ব্যাবহার করবেন। এর জন্য নিচের স্টেপ গুলো অনুসরন করুন।
১। এইখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন। http://download.cnet.com/Multi-Skype-Launcher/ 3000-2349_4-75326711.html?part=dl-10073724&subj=dl&tag=button
২। ইন্সটল করার পর নিচের উইন্ডোটি আসবে। এবং Add বাটনে ক্লিক করুন
৩। এরপর যে বক্সটা আসবে এইখানে আপনার skype ইউসার নেইম এবং পাসওয়ার্ড লিখে ok তে ক্লিক করুন।
৪। এরপর Launch বক্সে ক্লিক ক্যেচে।দেখুন,এখন আপনার ১ম আইডি ওপেন হয়েছে। এখন পরবর্তী আইডির পালা।
৫। এখন আপনি যদি আপনার অন্য আরেকটি আইডি খুলতে চান। তাহলে Add বাটনে ক্লিক করুন এবং পূর্বের মত আপনার অন্য আইডির ইউসার নেইম এবং পাসওয়ার্ড লিখে ok ক্লিক করুন এবং এরপর Launch বক্সে ক্লিক করুন। এখন উপভোগ করুন একসাথে একাধিক skype আইডি।এইভাবে আপনি আরও অনেক আইডি চালাতে পারবেন।
পোষ্টটি ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভাল থাকবেন,