You Like Most

ফেসবুকের ব্যাকগ্রাউন্ড ইমেজে দিন আপনার পছন্দের ছবি !!!!


আমরা কমবেশী সবাই আমাদের Computer এর ব্যাকগ্রাউন্ড এ বিভিন্ন ছবি দিয়ে থাকি। আবার কারো কারো মনে হয়তো বা ইচ্ছা জাগে যদি Facebook এর ব্যাকগ্রাউন্ড টাকে পরিবর্তন করা যেত! তাহলে কেমন হত ?



এতক্ষনে হয় তো আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি!
এখন Facebook সবার কাছে একটি প্রয়োজনীয় একটি ব্যাপার হয়ে দাড়িয়েছে,  অনেকটা রুটিন মাফিক খাবারের মতন। ফেসবুকের আইডি আমাদের প্রায় সবারই আছে। কিন্তু প্রতিদিন একইরকম ব্যাকগ্রাউন্ড দেখতে সবারই কমবেশী বিরক্তিকর মণে হয়। এজন্য আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনার Facebook এর ব্যাকগ্রাউন্ড টিকে পরিবর্তন করতে পারবেন খুব সহজেই।


এজন্য আপনাকে এই পদ্ধতি গুলো অবলম্বন করতে হবে:

  • প্রথমে আপনার মজিলা ফায়ার-ফক্স ব্রাউজার টি খুলুন।
  • তারপর এই আ্যড-অন্স ডাউনলোড করে নিন।>>>>>>>
  • https://addons.mozilla.org/en-US/firefox/addon/stylish/
  • এরপর অ্যাড-অন্স টি ইন্সটল করে এই লিংক টিতে যান।
  • আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি স্কীন সিলেক্ট করুন।
  • Install with Stylish বাটনটিতে ক্লিক করুন।
  • আপনার মজিলা ফায়ার-ফক্স ব্রাউজার টি রিস্টার্ট করুন।
  • এখন দেখুন আপনার Facebook পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে।

কেমন লাগল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভাল থাকবেন।

Share this article :
 
Support : Creating Website | Saiful's Template | Saiful's Template
Copyright © 2012. Freelancing & Mini Software - All Rights Reserved
Template Created by Creating Website Published by Saiful's Template
Proudly powered by Blogger